নিজস্ব প্রতিবেদক
যশোর ফুটবলের হারানোর গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক ফুটবলাররা। বুধবার সন্ধ্যায় যশোর শাম্স-উল-হুদা স্টেডিয়ামে আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারিতে মতবিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এজেডএম সালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতবিনিময় সভার সমন্বয়কারী ও সাবেক হকি খেলোয়াড় কাওসার আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক খেলোয়াড় মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, ক্রীড়া সংগঠক আলমগীর সিদ্দিকী ও কবিরুল ইসলাম কচি। অনুষ্ঠানের সঞ্চলনা করেন ক্রীড়া সংগঠক সোহেল আল মামুন নিশাত।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘ফুটবলে যশোরের গৌরব ফিরিয়ে আনতে হবে। সেইজন্য ক্রীড়াঙ্গণের সবাইকে একযোগে কাজ করতে হবে। বর্তমান অবস্থার উত্তোরণ ঘটাতে হবে। ফুটবলকে এগিয়ে নেয়ার সঠিক পরিকল্পনা থাকতে হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে সবার মতামত নিতে হবে। সবার মতামত নিয়েই সামনে এগিয়ে যেতে হবে’।