নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের নীল রতন রোডস্থ যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে চুরি করে পালানোর সময় পুলিশ ইসা ঢালি নামে একজনকে আটক করেছে। তিনি যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের মেহেব উদ্দিনের ছেলে। এ সময় তার সহযোগী একই এলাকার শহিদুল ইসলামের ছেলে সুমন পালিয়ে যায়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক শহরের পুরাতন কসবা ঘোষপাড়া ঢাকা রোড এলাকার বিশ^নাথ সুরের স্ত্রী শ্রাবনী সুর শুক্রবার রাতে আটক ও পলাতক ব্যক্তির নামে মামলা করেন। পুলিশ চোরাই লোহার রড জব্দ করে।
প্রধান শিক্ষক শ্রাবনী সুর মামলায় উল্লেখ করেন, ২৩ জুন স্কুল বন্ধ থাকায় তিনি বাড়িতে ছিলেন। বিকেল ৩ টায় স্কুলের নিরাপত্তা কর্মী গোলাম কিবরিয়ার মাধ্যমে সংবাদ পান, স্কুলের পুরাতন ভবনের মাঝখানের রুমে দুইজন লোক প্রবেশ করে জানালার লোহার রড গোপনে খুলে চুরি করছে। ওই সংবাদের ভিত্তিতে তিনি তৎক্ষণিক স্কুলের দিকে রওয়ানা হন। নিরাপত্তা কর্মীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে স্কুলের দিকে রওনা হতে বলেন। শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে তারা পৌছানো মাত্রই কোতোয়ালি পুলিশের একটি টিম সেখানে পৌঁছায়। পুলিশ শিক্ষকদের উপস্থিতি টের পেয়ে দুই চোর পালানোর চেষ্টা করলে ইসা ঢালিকে পুলিশ আটক করে। শনিবার ইসা ঢালিকে আদালতে সোপর্দ করা হয়।