নিজস্ব প্রতিবেদক
বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে যশোর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আকুলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল, কবর জিয়ারত, দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন। তার ১১ তম হত্যাবার্ষিকীতে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনসহ তার পারিবারিক আয়োজনে এ সকল কর্মসূচি পালিত হয়। সোমবার সকালে জেলা বিএনপির নেতৃবৃন্দ দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে কিসমত নওয়াপাড়াস্থ আশিকুর রহমান আকুলের কবর জিয়ারত করেন। এরপর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে অনিন্দ্য ইসলাম অমিত ও অধ্যাপক নার্গিস বেগম নিহত আশিকুর রহমান আকুলের স্বজনদের খোঁজ খবর নেন। এছাড়া নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা যুবদল, মৎস্যজীবী দল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। করব জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সহ-সভাপতি আমিনুর রহমান মধু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।