নিজস্ব প্রতিবেদক
যশোরে পুলিশের দায়ের করা দুই নাশকতার মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৭৬ নেতা-কর্মী। এছাড়া শার্শা বিএনপি ৬০ ও ঝিকরগাছা বিএনপি ২৭ জন জামিন লাভ করেছেন।
রোববার হাইকোর্টের বিচারক মুস্তফা জামান ইসলাম ও আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন। তাদের আইনজীবী নিতাই রায় চৌধুরী আদালতে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।
জামিন প্রাপ্ত অন্য নেতারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুুলু, মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সহ-সভাপতি আমিনুর রহমান মধু, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যুগ্ম-সম্পাদক শামীম রেজা অর্ণব, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, আশরাফুল ইসলামসহ নেতৃবৃন্দ। এই মামলায় বেশ কয়েকজন বর্তমানে কারাবন্দী আছেন।
উল্লেখ্য, বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে গেল ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাদি হয়ে নাশকতার অভিযোগে মামলা দুটি দায়ের করে। ফতেপুর চানপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল ইসলাম বাদী হয়ে ৪১ জনের নামে এবং নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইকরামুল হুদা ৫০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: জঙ্গলবাধালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর আচরণ অভিযোগ