নিজস্ব প্রতিবেদক
যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। গতকাল বিকাল থেকে রাত অবধি যশোর শহরের বিভিন্ন পূজামন্দির ও ম-প পরিদর্শনে নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। এসময় অমিত বলেন, আজকে যখনই সনাতন ধর্মাবলম্বীদের দূর্গপূজা কিংবা কোন ধর্মীয় উৎসব আসে তখনই তাদের মধ্যে একটি আংশকা কাজ করে, যে তারা নির্বিঘেœ উৎসবটি পালন করতে পারবেন কিনা। আসলে একটি বিশেষ রাজনৈতিক দল সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের ব্যবহার করতে চায়। তাদেরককে ভয়ভীতি দেখিয়ে জুলুম নির্যাতন করে ওই রাজনৈতিক দল তাদেরকে কাছে পেতে চায়। তাদের ভয় দেখিয়ে জুলুম করে কাছে টানবার কোন সুযোগ নেই। তাদেরকে ভালো বেসে কাছে টানতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ভালো বাসা দিয়ে দেশের সকল শ্রেণি পেশার ও ধর্মের মানুষকে এক কাতারে আনতে চায়। আপনাদের (সনাতন ধর্মাবলম্বীদের) স্বজন কিংবা প্রতিবেশী হিসেবে বিএনপির প্রতিটি নেতাকর্মী সব সময় আপনাদের পাশে আছে, থাকবে।
দলীয় কার্যালয় থেকে এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়। প্রথমে অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনিপর আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রী যুগ্ম-মহাসচিব নির্মল কুমার বিট ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর অনিন্দ্য ইসলাম অমিত দলীয় নেতাকর্র্মীদের সাথে নিয়ে বিভিন্ন পূজা মন্দিরে গিয়ে সনাতন ধর্মীবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিমিয় করেন। প্রথমে তিনি রামকৃষ্ণ আশ্রম ও মিশনের পূজা মন্দিরে যান। এসময় আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দসহ নেতৃবৃন্দের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। পরে স্বামী জ্ঞানপ্রকাশানন্দ অনিন্দ্য ইসলাম অমিতকে পূজা মন্দির ঘুরে দেখান। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বেজপাড়া সার্বজনীন পূজা মন্দিরে যান। এসময় মন্দির কমিটির সভাপতি সুশীল বিশ্বাস,সাধারণ সম্পাদক অচিন্ত ধর,যুগ্ম-সম্পাদক মানিক সাহাসহ নেতৃবৃন্দ অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মন্দির ঘুরে দেখান।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, পূজা পরিষদের নেতা অ্যাড.সুদীপ্ত কুমার ঘোষ, বিদ্যুৎ সাহা, উত্তম কুমার, গণেশ বিশ্বাস, কিশোর শীল, গৌতম দাস, উত্তম সাহা, কৃষ্ণ বিশ্বাস, বিশ্বজিৎ হালদার, শুভ ঘোষ, সুমন সাহা প্রমুখ।