নিজস্ব প্রতিবেদক
যশোর বিমান বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শফিকুজ্জামানকে শিক্ষক প্রতিনিধি থেকে পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীরা। সিনিয়র শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কু-রুচিপূর্ণ মন্তব্য সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তারা শফিকুজ্জামানকে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনে ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মচারীরা বলেন, সহকারী শিক্ষক শফিকুজ্জামান ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি। তিনি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের বাইরে রাজনীতিতে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। গ্রুপিং করে বিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছেন। অনেক শিক্ষকের এমপিওভুক্তিতে বাধা সৃষ্টি করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে সহকর্মী শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করে আসছেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝর্ণা আক্তার, সহকারী শিক্ষক তাসলিমা খাতুন ও অ্যালভিনা আক্তারকে ফোনে কুরুচিপূণ কথাবার্তা বলেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শফিকুজ্জামান। যার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক-কর্মচারীরা ওই শিক্ষকের ব্যাপারে মুখ খুলতে শুরু করেন। তারই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ও অভিভাবকরা এ মানববন্ধন করেন। মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষক শফিকুজ্জামানের স্থায়ী বহিস্কারের দাবি জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার হালদার বলেন, সহকারী শিক্ষকফিকুজ্জামানের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তিনি সিনিয়র শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কু-রুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা ইতোমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এঘটনায় বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপাশি ছাত্রছাত্রী অভিভাবকদের মাঝে বিদ্যালয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের সভাপতি মহোদয় দেশের বাহিরে আছেন। যার কারণে এখনই কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না। তবে সভাপতি মহোদয় বিষয়টি অবগত হয়েছেন এবং আশ্বস্ত করেছেন এঘটনায় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।