নিজস্ব প্রতিবেদক
যশোর-বেনাপোল মহাসড়কে চারা বটতলা নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাভরন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি রোকনুজ্জামান জানান, যশোর থেকে যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশে লোকাল বাসটি যাচ্ছিল। এসময় যশোর-বেনাপোল মহাসড়কের চারা বটতলা নামক স্থানে অপর দিক থেকে পরিবহনকে পাশ কাটাতে গিয়ে সড়ক থেকে ছিটকে রাস্তার খাদে উল্টে পড়ে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, যশোরের নাভারন বাজারের কাছে, যশোর-বেনাপোল হাইওয়েতে একটি বাস দুর্ঘটনা কবলিত হয়ে আহত রোগীরা নাভারণ হেলথ কমপ্লেক্সে আসেন। তাদেরকে এখানে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে হাসপাতালে পাঠানো হয়েছে।