নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলেন যশোরের নেতৃবৃন্দ জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (২২৭) এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে শ্রমিক সংগঠনের মনিহারস্থ এলাকার কার্যালয়ের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্প্রতি বিশ্ববিদ্যালয় ছাত্রের উপর হামলা ঘটনায় বাস ও শ্রমিক ইউনিয়ন অফিস ভাংচুরের ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করা হয়। ছাত্র-পরিবহন শ্রমিকদের মধ্যেকার ঘটনাকে পূঁজি করে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে শ্রমিক অফিস ভাংচুর করা হতে পারে নেতৃবৃন্দ উল্লেখ করেন। যারা ভাংচুর করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়ার বিষয়ে একমত পোষণ করে নেতৃবৃন্দ। ভবিষ্যতে যে কোন সমস্যা মোকাবিলায় একে অপরের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলেনের নেতৃবৃন্দ মনিহারস্থ রোডের পরিবহনের বিশৃংঙ্খলা দূর করার দাবি জানান। তারা বলেন, রাস্তার মাঝে পরিবহন থামিয়ে যাত্রী উঠানো নামানের কারণে এ রোডে তীব্র যানজটের সৃষ্ট হয়। চলাচলে পথচারীদের ভোগান্তির দৃষ্টি হয়। এমনকি অ্যাম্বুলেন্স ও রক্ষা পায় না দুর্ভোগ থেকে।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্রনেতৃবৃন্দ শ্রমিকদের ট্রাফিক আইন বিষয়ে ধারণা দিতে একটি কর্মশালার আয়োজন করার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ বাচ্চু। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোর্তূজা হোসেন, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি আবু হাসান, রতন অধিকারী, যুগ্ম সম্পাদক পিন্টু গাজী, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, কোষাধ্যক্ষ কামাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলেনের যশোরের রাশেদ খান, সমন্বয়ত ইমন হোসেন, তানজীব আহম্মেদ, ইসমাইল হোসেন বাবু, দেবব্রত দাসসহ নেতৃবৃন্দ।