নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার ২২ নভেম্বর সকালে যশোর বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ৫টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৫টি বিষয়ে ৭৬ হাজার ১শ’ ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৭৪ হাজার ৪শ’ ৬জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭শ’ ২৮ জন।
২শ’ ২৮ কেন্দ্রে পরীক্ষার্থীরা রসায়ন (তত্ত্বীয়) ১ম পত্রে ১৭৬, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্রে ২৬৭, ইতিহাস ১ম পত্রে ৩০৪, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্রে ২৮২ এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ১মপত্রে ২৮৬ অংশগ্রহণ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: প্রাথমিক কাজের জন্য একনেকে ৭০ কোটি টাকা অনুমোদন