নিজস্ব প্রতিবেদক
যশোর শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার পাসের হার ৮৩.৯৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। গত বছর এই পাসের হার ছিলো ৯৮.১১ শতাংশ আর জিপিএ -৫ ছিলো ২০ হাজার ৮শ’৭৮ জন।
আজ বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এইচএসসি পরীক্ষার ফল সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোর বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক শমীর কুমার কুন্ড। যশোর বোর্ডের প্রকাশিত ফল থেকে জানা যায়, এ বছর যশোর শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার ২২৮টি কেন্দ্রে অংশ নেয় ৯৮ হাজার ২শ’৬৯ পরীক্ষার্থী অংশে নেয়। এর মধ্যে পাস করেছে ৮২ হাজার ৫০১ জন। পাসের হার ৮৩.৯৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় ১৭ হাজার ৭৪৭ জন। উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৬৪৭ জন।
পাসের হার ৯৩ দশমিক ৮০ শতাংশ। এই বিভাগ থেকে জিপিএ পাস পেয়েছে ৮ হাজার ৯৬২ জন। মানবিক বিভাগ থেকে অংশ নেয় ৬৭ হাজার ৬৭২ জন। উর্ত্তী ণ হয়েছেন ৫৪ হাজার ৫৫৯ জন। পাসের হার ৮০ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৭৫২ জন। ব্যবসায় বিভাগ থেকে অংশ নেয় ১২ হাজার ৮৫০ জন। এর মধ্যে উর্ত্তীণ হয়েছেন ১১ হাজার ২৯৫ জন। পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। জিপিএ -৫ পেয়েছেন ১ হাজার ৯৮৯ জন।
এবারের ফলের চিত্র তুলে ধরে যশোর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক শমীর কুমার কুন্ড বলেন, গত বছর পাসের হার ৯৮.১১ শতাংশ ছিলো আর এই বছর পাসের হার ৮৩.৯৫ শতাংশ। এটার কারণ হলো গতবার মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছিলো এবার আইসিটি বিষয়টি বাদে বাকী সব বিষয়ে পরীক্ষা গ্রহন হয়েছে। করোনার মধ্যে যশোর বোর্ডে যে রেজাল্টটা হয়েছে সেটা সস্তোসজনক।