নিজস্ব প্রতিবেদক: চলতি বছর যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ।
এইচএসসি পরীক্ষায় অংশ নেন এক লাখ ২৮ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছেন এক লাখ ২৫ হাজার ৭৪১জন। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ শিক্ষার্থী।
আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানান, এ বছর যশোর বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লাখ ২৮ হাজার ১৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৬৫ হাজার ৭০৬ ও ছাত্রী ৬২ হাজার ৪৫৭ জন।
২২৭টি কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হয়। চলতি বছর শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১১৬ এবং কেউই পাস করেনি- এমন কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই।
এক প্রশ্নের জবাবে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, পরীক্ষা এবার আগে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য বেশি সময় পেয়েছে। এছাড়া পরীক্ষার আগে তাদের শর্ট সিলেবাস প্রদান, বাধ্যতামূলক অ্যাসাইনমেন্ট, স্বল্প মার্কসের পরীক্ষা, পাঁচটি প্রশ্নের মধ্যে দুটির উত্তর, এমসিকিউয়ে ৩০টি প্রশ্নের মধ্যে ২৫টির উত্তর দেওয়া এবং করোনাকালে অভিভাবকরা সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ায় ভালো ফলাফল হয়েছে।