নিজস্ব প্রতিবেদক
যশোর জেলায় এইচএসসিতে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সরকারি এম এম কলেজ। পাসের হারও অনেক ভাল। শিক্ষাবোর্ডের পাসের হার যেখানে ৫০.২০ শতাংশ, সেখানে এম এম কলেজে পাসের হার ৯৮.৫০ শতাংশ। আর ৭৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯৯ জন জিপিএ-৫ পেয়েছে।
যশোর সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম জানান, তার কলেজে পরীক্ষার্থী ছিলো ৭৩৫ জন। পাস করেছে ৭২৪ জন। পাসের ৯৮.৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৯৯ জন, বাকি পাসকৃতরা সবাই এ গ্রেড পেয়েছে।
যশোর সরকারি সিটি কলেজের প্রধান সহকারি আসলাম হোসেন জানান, সিটি কলেজে পরীক্ষার্থী ছিলো ৬২৪ জন। পাস করেছে ৫৪২ জন। পাসের হার ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হোসেন ফারুক জানান, তার কলেজের পরীক্ষার্থী ছিলো ৬৪৭ জন। পাস করেছে ৬০৩ জন। পাসের হার ৯৪.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন।
যশোর শিক্ষাবোর্ড স্কুল অন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান জানান, বোর্ড কলেজে পরীক্ষার্থী ছিলো ২৮৮ জন। পাস করেছে ২৬৪ জন। পাসের হার ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুর রহমান পান্না জানান, তার পরীক্ষার্থী ছিলো ৩২০ জন। পাস করেছে ১৮৬ জন। পাসের হার ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন ও এ গ্রেড পেয়েছে ১০২ জন।
হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম জানান, তার কলেজে ৩৯১ জনের মধ্যে ২৬২ জন পাস করেছে। পাসের হার ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ছয়জন। নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন জানান, তার কলেজে ৩৬২ জনের মধ্যে ২৮৬ জন পাস করেছে। পাসের হার ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
