নিজস্ব প্রতিবেদক
২০১৭, ১৮, ১৯ ও ২২ সালের চ্যাম্পিয়ন। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের সর্বশেষ আসরে রানার্সআপ যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। এক বছর পর সর্বশেষ আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।
শনিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ৪৪ রানে যশোর কালেক্টরেট স্কুলকে পরাজিত করে এই কৃতিত্ব দেখিয়েছেন তৌহিদুর রহমানের শিষ্যরা।
প্রথমে ব্যাট করে যশোর বোর্ড স্কুলের ব্যাটাররা স্কোর বোর্ডে মাত্র ১০৩ রান করতে পারে। তবে এই রানকে জয়ের জন্য যথেষ্ট বানিয়ে ফেলে বোর্ড স্কুলের বোলাররা। দুই স্পিনার জিহাদ ও সানোয়ার রনির বোলিং তোপে কালেক্টরেট স্কুল ৫৯ রানে গুটিয়ে যায়। প্রতিযোগিতায় যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ আটবার অংশ নিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জয় করেছে।
এদিন টস জিতে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে কাবিদ আল সিয়ামের ফিফটি সত্ত্বেও ২৬ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে। সিয়াম একাই দলের ৫৮ শতাংশ রান করেন। এর বাইরে রেদওয়ানুল ও সানোয়ার হোসেন রনি ১৩ রান করে সংগ্রহ করে। ৪৪ বলে ফিফটি করা সিয়াম শেষ পর্যন্ত করেন ৫৯ রান করেন। ৫৫ বলের ইনিংসে মারেন ৮টি চার ও একটি ছয়ের মার। কালেক্টরেট স্কুলের আসিফ মাহমুদ ১৭ ও আসিব জামান ৩৪ রানে ৪টি করে উইকেট দখল করেন। এছাড়া ডানহাতি পেসার সাদমান খান ২টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৩ বলে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় কালেক্টরেট স্কুলের দলীয় ইনিংস। ব্যাট হাতে দলের কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। নওশের রহমান সর্বোচ্চ ৯ রান করেন। বল হাতে শিক্ষা বোর্ড স্কুলের মাহমুদ হাসান জিহাদ ৭ ওভার ৩ বলে ১টি মেডেনসহ ১৮ রানে ৫টি, সানোয়ার হোসেন রনি ৪ ও রেদওয়ান-উল-ইসলাম ১টি উইকেট দখল করে।
খেলা শেষে প্রধান অতিথি প্রাইম ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক মোস্তফা মাহমুদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য খায়রুজ্জামান বাবু। ইউসুফ হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো। এসময় অংশগ্রহণ দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।