নিজস্ব প্রতিবেদক :
যশোর ব্যাডমিন্টন লিগের শ্রেষ্ঠত্ব দখল করেছে ডিডি স্পোর্টিং ক্লাব। সোমবার দুইদিন ব্যাপী লিগের সমাপনী দিনে শেষ হওয়া বালক একক ও দ্বৈত, বালিকা একক ও দ্বৈত বিভাগে শীর্ষস্থান দখল করেছে ডিডি স্পোর্টিং ক্লাব। রানার আপ হয়েছে গোল্ডেন স্টার ক্লাব।
ফাইনালে বালক এককে ডিডি স্পোর্টিংয়ের তায়বুর রহমান অন্তু ২-১ সেটে হারায় গোল্ডেন স্টারের তামজিদ হায়দার জিতকে। দ্বৈততে ডিডি স্পোর্টিংয়ের তায়বুর রহমান অন্তু-আব্দুর রাফি জুটি ২-০ সেটে পরাজিত করে গোল্ডেন স্টারের তামজিদ হায়দার জিত-অমিও ইসলাম জুটিকে।
বালিকা এককে ডিডি স্পোর্টিংয়ের ফারজানা সুলতানা ঐশি ২-১ সেটে পরাজিত করে গোল্ডেন স্টারের ম্যাথনা মাধুর্য বিশ্বাসকে। দ্বৈত প্রতিযোগিতায় ডিডি স্পোর্টিংয়ের ফারজানা সুলতানা ঐশি-সুমাইয়া খাতুন মাহি জুটিকে ২-০ সেটে গোল্ডেন স্টারের ম্যাথনা মাধুর্য বিশ্বাস-মুগ্ধ মাধুর্য বিশ্বাসকে।
জিমনেসিয়ামে ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মকছেদ শফী। জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শহিদ আহমেদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম, শামস্-উল বারী শিমুল, রায়হান সিদ্দিকী প্রবাল।