নিজস্ব প্রতিবেদক
‘রক্তে মাংসে গড়া দেহে থাকিতে মোদের প্রাণ, একবার নয় বার বার মোরা করিব রক্তদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর ব্লাড ব্যাংকের ৭ম বর্ষপূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার প্রেসক্লাব যশোরের মিলনায়তনে জমকালো বর্ষপূর্তি উৎসবের আয়োজন করা হয়। পরে সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা স্মারক, ২৫টি ব্লাড ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক এবং যশোর ব্লাড ব্যাংকের সেরা রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে যশোর ব্লাড ব্যাংকের সভাপতি সাবিক হোসেন সাহসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এএসএম হুমায়ূন কবির কবু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. জিল্লুল বারী ও জেলা সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার।
রুবায়েত হুসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যশোর ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. হাসানুজ্জামান, উপদেষ্টা এমএ হাসান, সোহাগ হোসেন, জয়নুল আবেদীন, সহ সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তাসামুল হক রিজভী, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হোসেন রাহাদ, প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম সুমন, সহ প্রচার সম্পাদক আব্দুল সালাম লিওন, কোষাধ্যক্ষ আল-রাব্বি, সহ কোষাধ্যক্ষ সোহাগ হাওলাদার, রক্ত বিষয়ক সম্পাদক সুলতান বিশ্বাস, সহ রক্ত বিষয়ক সম্পাদক রহিমা আক্তার মিম, দপ্তর সম্পাদক আশিকুজ্জামান, সদস্য তরিকুল ইসলাম, রাজ খন্দকার, বায়জিদ হোসেন, শিমন, মুকুল, রফিকুল ইসলাম, মল্লিকা, ফয়সাল, সবুজ, মিম আলম, মাহফুজ প্রমুখ।