নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের মৃত আব্দুল আহাদের কন্যা নাবিলা আহাদ শাপলা (১৮) আত্মহত্যা করেছেন। তিনি যশোর সরকারি মহিলা কলেজের এইচএসসি মানবিক ২য় বর্ষের ছাত্রী।
নাবিলা যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকার বির্টুর বাড়ির মেসে থেকে লেখাপড়া করতো। তার কয়েকজন সহপাঠী জানিয়েছে প্রেমে ব্যর্থ হয়ে মঙ্গলবার সকালে রুমের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে।
