নিজস্ব প্রতিবেদক: যশোর সরকারি মহিলা কলেজে বুধবার সকালে সাহিত্য ও সংস্কৃতি এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও উদীচী যশোরের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন বিথিকা শিকদার, উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক মাহবুবুল হক খান, খাইরুজ্জামান, সৈয়দ আহসান হাবীব, নাসিরুল ইসলাম বিশ্বাস।
আলোচনা অনুষ্ঠানের আগে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের বিভাগীয় প্রধান ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তন্দ্রা ভট্টাচার্য্য কলেজের উন্নয়ন ও অগ্রগতিতে অধ্যক্ষ ও শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন এবং কলেজের উন্নয়নে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরে বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি কলেজের সমস্যাসমূহ গুরুত্বের সাথে নিয়েছেন বলে মন্তব্য করেন এবং আশু সমাধানের চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি জাতির সুখ ও সমৃদ্ধির জন্য নাগরিকদের সুস্থ দেহ ও প্রশান্ত মন থাকা প্রয়োজন। আর সে জন্যই প্রয়োজন নিয়মিত শরীরচর্চার।