নিজস্ব প্রতিবেদক
যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার দুপুরে শহরের আরএন রোডস্থ কার্যালয়ে নির্বাচিত পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক ও সদস্য মবিনুল ইসলাম মবিন শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ করেছেন, সভাপতি মুসলিম আলী ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি সফিউল আলম, গোলাম মাওলা, শ্যামল ভট্টাচার্য্য, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান, সহ-সম্পাদক জাকির হোসেন, সাহেদ কবির মিলন, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, ক্রীড়া ও প্রচার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম এবং সদস্য টিপু সুলতান, তবিবুর রহমান, আবুল হাশেম ও ফজলুর রহমান।
