নিজস্ব প্রতিবেদক
যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নতুন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আনিসুর রহমান লিটন। শনিবার শহরের বকচর এলাকায় সমিতির প্রধান কার্যালয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুসলিম আলী। গত ৩০ এপ্রিল সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ শারীরিক, পারিবারিক ও ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। সভায় তার পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংগঠনের সভাপতি মুসলিম আলীর সই করার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আনিসুর রহমান লিটনকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি সফিউল আলম, গোলাম মাওলা, শ্যামল ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান, সহ সম্পাদক জাকির হোসেন, সাহেদ কবির লিমন ও তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, ক্রীড়া ও প্রচার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সদস্য টিপু সুলতান, তবিবর রহমান, আবুল হাশেম, ফজলুর রহমান, সড়ক সম্পাদক মাসুদ রানা বাবু ও শাহিন করিব।
সভায় সকলে নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান এবং সমিতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।