নিজস্ব প্রতিবেদক
যশোর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ এর যশোর কেন্দ্রের মিলনায়তনে বুধবার যশোর মুক্ত দিবসে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইইবি যশোর কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন আইইবি যশোর কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এস এম নুরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আহাম্মদ শরীফ সজিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি যশোর কেন্দ্রের সদস্য সোহেল রানা। অনুষ্ঠানে ছয়জন বীরমুক্তিযোদ্ধাকে ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। সংবর্ধিত বীরমুক্তিযোদ্ধাগণ হলেন- আলী হোসেন মনি, রবিউল আলম, এএইচএম মুজহারুল ইসলাম মন্টু, ইঞ্জিনিয়ার ফজলুল কাদির, নজরুল ইসলাম চাকলাদার ও কাজী আব্দুর সবুর।
সভাপতি এবং প্রধান অতিথি বক্তব্যে বলেন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা যশোর আইইবির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে উল্লেখ থাকবে বীরমুক্তিযোদ্ধাগণ। তাদের অভিব্যক্তিতে এই সংবর্ধনাকে ইতিবাচক বলে মনে করেন।
