নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সকাল ১০ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিরতিহীন ভাবে চলে বিকেল ৩ টা পর্যন্ত। নির্বাচনে ৯৬ জন ভোটারের মধ্যে ৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাব্বির মালিক বাবু সভাপতি ও শাহিনশা রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে সাব্বির মালিক বাবু ৪৮ ভোট পান এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি মোপাসা ৪৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে শাহিনশা রানা ৬১ ভোট পান, তার দুই প্রতিদ্বন্দ্বী সেলিম হোসেন ২৪ এবং তিতাস আহমেদ ১০ ভোট পান। দুটি সহ-সভাপতি পদে নুর ইসলাম ৪৯ এবং সুলতান আহমেদ ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন ৩৩, ফিরোজ উদ্দিন তোতা ২৯ এবং শফিয়ার রহমান ১৭ ভোট পান। দুটি সহ-সাধারণ সম্পাদক পদে আবু ইসহাক বাবু ৬৫ এবং কামাল আহমেদ ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন রানা ২৬, শাহরাজ আলী ২০ এবং সেলিম আহমেদ ১৮ ভোট পান। সাংগঠনিক সম্পাদক ফিরোজ আক্তার ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার দুই প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন মিন্টু ২৯ এবং শেখ শরিফুল ইসলাম ২৪ ভোট পান। এছাড়া প্রচার সম্পাদক পদে বিপ্লব মাহমুদ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রিয়াজ মাহমুদ লালন ৪৪ ভোট পান। দপ্তর সম্পাদক পদে ওয়ারেশ আলী আনসারী খাজা ৬০ পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম ৩৪ ভোট পান। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাহিমা খাতুন হাফিজ ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম রবি ৩২ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাসেম আলী ৫৫ ভোট পেয়ে নির্বাচিত এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবু বক্কার সিদ্দিক ৩৯ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে শরিফুল ইসলাম শরীফ ৫৯ ভোট পেয়ে নির্বাচিত এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাহমুদুল ইসলাম নাসিম ৩৫ ভোট পান। এছাড়া তিন নির্বাহী সদস্য পদের বিপরীতে তিনজনের অধিক প্রার্থী না হওয়ায় মিজান চৌধুরী, জাহিদুল ইসলাম ও ই¯্রাফিল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার শাহীন ইকবাল ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব আবু জাফর, সদস্য তরিকুল ইসলাম ও ইকবাল হোসেন।
