প্রেস বিজ্ঞপ্তি
যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও নগর যুবদলের সদস্য আল আছাদকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার ‘একটি রাজনৈতিক’ মামলায় আত্মসমর্পণ করলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে মামলাটি রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা যুবদল। সংগঠনের সভাপতি এম তমাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল ও যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বিদ্যুৎ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
