নিজস্ব প্রতিবেদক
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাসপাতালে ভর্তি হয়েছেন এক যুবক। আহত যুবক বেনাপোলের ভবেরবেড় এলাকার মৃত সামসু শেখের ছেলে আবুল বাশার (৩৫)। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে যশোর শহরের রেল স্টেশন এলাকায়।
আহত আবুল বাশার বলেন, প্রয়োজন শেষে শহরের রেল স্টেশন থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য রেলস্টেশনে যাই। প্রকৃতির ডাকে সামনের ফাঁকা জায়গায় গেলে কয়েকজন দুষ্কৃতিকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরিকাঘাত করে। তিনি চিৎকার শুরু করলে স্টেশনের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলি হাসান জানান, তার পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।