নিজস্ব প্রতিবেদক
নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই চুয়াডাঙ্গার ৭ বছরের শিশু তৌফিক হোসেনকে উদ্ধার করেছে যশোর জিআরপি পুলিশ। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোর রেলওয়ে স্টেশনের প্লাট ফর্ম থেকে তাকে উদ্ধার করা হয়। সোমবার ওই শিশুর পরিবারের কাছে ফিরিয়ে দেন জিআরপি যশোরের ইনচার্জ এসআই মণিতোষ বিশ্বাস।
শিশু তৌফিক চুয়াযাঙ্গার দর্শনা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
এসআই মণিতোষ বিশ্বাস জানিয়েছেন, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোর রেলওয়ে স্টেশনের প্লাট ফর্মে একটি শিশু ঘুরাফেরা করে। এসময় তার চালচলন দেখে নাম ঠিকানা জানতে চাওয়া হয়। কিন্তু সে ভাল ভাবে কিছুই বলতে পারেনা। ফলে ছবিসহ বিভিন্ন রেলওয়ে স্টেশনে পাঠিয়ে দেয়া হয়। এক পর্যায়ে ওইদিন গভীর রাতে দর্শনা রেলস্টেশন থেকে শিশুটি সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। সোমবার সকালে তার পরিবার এসে সনাক্ত করেন ওই শিশু তাদেরই সন্তান। পওে এদিনই তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।
এদিকে এই ব্যাপারে শিশুটির পিতা ইউনুস আলী জানিয়েছেন, প্রতিদিনের মত রোববার বিকেলে খেলা করার কথা বলে বাড়ি থেকে বের হয় তৌফিক। সন্ধ্যায় বাড়ি না ফেরায় সম্ভাব্য বিভিন্নস্থানে তার খোঁজখবর নেয়া হয়। এক পর্যায় গভীর রাতে যশোর রেলওয়ে স্টেশনে তার সন্ধান পাওয়া গেছে বলে জানা যায়। এদিন যশোওে এসে ছেলেকে ফিওে পেয়ে আনন্দ অশ্রুকণ্ঠে ইউনুস আলী বলেন আল্লাহ আমার সন্তানকে আমার কাছেই ফিরিয়ে দিয়েছেন।