নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের অন্যতম প্রাণকেন্দ্র লালদীঘি পাড়স্থ মোবাইল ফোনের দোকান ‘মোবাইল হাটে’ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে ১৬২টি স্মার্ট ফোন ও নগদ টাকাসহ মোট ৪৭ লাখ ৬৪ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। যাওয়ার সময় তারা দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ নিয়ে যায়। একই সাথে গ্রিলে নিজেদের আনা তালা লাগিয়ে দেয়। এব্যাপারে দোকানের মালিক কামাল হোসেন শনিবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টার মধ্যে ৫-৬ জনের চোরের দল মোবাইল হাট দোকান থেকে কৌশলে দামি ব্যান্ডের ১৬২টি মোবাইল সেট ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। সেটের মধ্যে রয়েছে ভিভো ব্যান্ডের ৩০টি, স্যামসাং ব্যান্ডের ১৭টি, ইনফিনিক্স ব্যান্ডের ১০টি, অপ্পো ব্যান্ডের ১০টি, টেকনো ব্যান্ডের ১৬টি, শাওমি ব্যান্ডের ২০টি ও একটি রিয়েলমি ব্যান্ডের। একই সাথে দোকানের ক্যাশে থাকা ২ লাখ ৬৪ হাজার টাকাসহ মোট ৪৭ লাখ ৬৪ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এসময় চোরেরা দোকানের সিসি ক্যামেরার সব ডকুমেন্ট খুলে নিয়ে যায়। যাওয়ার সময় গ্রিলে নিজেদের আনা তালা লাগিয়ে দিয়ে যায়।
এই ঘটনার পর ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আশাপাশের দোকান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। সেখানে দেখা গেছে, শনিবার সকাল ৭টার দিকে ৫-৬ জনের চোরেরা দোকান থেকে মোবাইল চুরির পর ব্যাগভর্তি করে বেরিয়ে যাচ্ছে। এতে আশপাশের অন্য ব্যবসায়ীদের আতংক ছড়িয়ে পড়ে। কেননা এলাকাটি শহরের গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। এর ৪-৫শ মিটার দূরে রয়েছে কোতোয়ালি থানা। অদূরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভাট্টাচার্য্যরে বাসভবন।
বিয়টি নিয়ে পুলিশ তৎপরতা শুরু করেছে বলে জানিয়ে যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার। তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে আমরা চোরদের সনাক্ত করার কাজ করছি।