নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলী শেখহাটি গ্রামের হঠাৎপাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজঘর থেকে আবু বক্কর (৪৫) নামে ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ওই লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত আবু বক্কর মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামের মৃত লোকমান মোল্যার ছেলে।
নিহতের স্বজনেরা জানান, আবু বক্কার বিয়ে করেননি। গ্রামেরবাড়ি মাগুরা হলেও তিনি যশোর শহরতলীর শেখহাটি গ্রামে বসবাস করতেন। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। মাঝে মাঝে তিনি মাগুরাতে যেতেন। পরিবারের অন্য লোকজনের সাথে তার তেমন যোগাযোগও ছিলনা। হঠাৎ মৃত্যুর সংবাদ শুনে স্বজনরা যশোরে এসে তার মরদেহ সনাক্ত করে।
স্থানীয়রা জানান, আবু বক্কার এলাকায় তেমন কারও সাথেই মিশতেন না। নিজবাড়িতে থাকলেও অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলা ফেরা করতেন। বেশকয়েকদিন ধরে তার দেখা পাওয়া যায়নি। বুধবার দুপুরের পর থেকে ওই বাড়ি থেকে দুর্ঘন্ধ পাওয়া যায়। পরে ঘরে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেন প্রতিবেশিরা।
এদিকে খবর পেয়ে ডিবির এলআইসি টিম ঘটনাস্থলে হাজির হয়। তারা বিভিন্ন ভাবে তদন্ত করেন।
এ বিষয়ে ডিবির এলআইসি টিমের এসআই মফিজুল ইসলাম ও এসআই শামীম হোসেন বলেছেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে তারা খতিয়ে দেখছেন বলে জানান।
এদিকে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) পলাশ বিশ্বাস জানিয়েছেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।