নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় নির্মাণাধীন চার তলা এক ফ্লাট বাড়িতে চুরি হয়েছে। অজ্ঞাত চোরেরা নীচতলার ফ্লাটের বাথরুমের এ্যাডজাস্ট ফ্যান ভেঙ্গে ঘরে ঢুকে প্রায় সাড়ে ১১ ভরি সোনা, নগদ ২ লাখ ৫৯ হাজার টাকাসহ ১৭ লাখ ৫১ হাজার ৫শ টাকার মালামাল নিয়ে গেছে। চুরির ঘটনায় বাড়ির গৃহকত্রী মৃত শরিফুর জালালের স্ত্রী রোজি জালাল (৫০) কোতোয়ালি থানায় বুধবার মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় চোরদের আসামি করা হয়।
মামলায় রোজি জালাল বলেছেন, তিনি চতুর্থতলা নির্মাণাধীন বাড়ির নীচ তলায় বসবাস করেন। গত ২৬ মার্চ সকালে নীচতলা ভবনের জানালা দরজা বন্ধ করে তালা লাগিয়ে ছেলের বাড়ি ঢাকা বকসী বাজারে বেড়াতে যান। ছেলে বাড়ি থেকে ২৭ মার্চ রাতে ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন ২৮ মার্চ সকালে ছেলের বেড রুম খুলতে যেয়ে দেখেন ভিতর থেকে বেড রুম লক করা। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ এসে বেড রুমের দরজার ছিটকানি ভেঙ্গে রুমে প্রবেশ করা হয়। রুমে প্রবেশ করে দেখা যায় ঘরের বিভিন্ন জিনিস পত্র ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। ঘরে রক্ষিত কাঠের,দ স্টীলের আলমারি, ফাইল কেবিনেটের তালা ভেঙ্গে ও খুলে টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।