নিজস্ব প্রতিবেদক
যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে যশোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে যশোরের আরো এক কুখ্যাত সন্ত্রাসী দেড় ডজন মামলার আসামি জাফরকে (২৮) আটক করেছে।
কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ জাফর শহরের শংকরপুর এলাকার হান্নান ওরফে তনুর ছেলে। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিবি পুলিশ শংকরপুর বাসটার্মিনাল এলাকা থেকে তাকে আটক করেছে।
ডিবি পুলিশ অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের এস আই খান মাইদুল ইসলাম রাজীব, এসআই বিপ্লব কুমার সরকার, সমন্বয়ে অভিযানে একটি টিম নিয়ে শংকরপুর বাস টার্মিনাল এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। শীর্ষ সন্ত্রাসী জাফর শংকরপুর ও রেলস্টেশন এলাকার ত্রাস। হত্যা,ছিনতাই, ডাকাতি, চাদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধের সাথে জড়িত সে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় ১৮টি মামলা রয়েছে। সম্প্রতি আদালত থেকে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
কিছুদিন আগে শীর্ষ সন্ত্রাসী জাফর ট্যাটু সুমন, আসিফ মেহেদী সহ এলাকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যশোর শহরের রেল বাজার, শংকরপুর রেলগেট সহ স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। জাফরের আটক এর বিষয়ে এলাকায় সংবাদ ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেন।
উল্লেখ্য কয়েকদিন আগে শহরের রায়পাড়া এলাকার থেকে আর এক শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে যশোর ডিবি পুলিশ আটক করে।
সর্বশেষ
- ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ
- সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন হাসিনা
- স্কুলে মোবাইল নিষিদ্ধ করার কী ফল পেল নিউজিল্যান্ড
- আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত
- বেনাপোলে সীমান্তে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা
- অবকাঠামো নির্মাণে জমি বরাদ্দ ও দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি
- ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী