নিজস্ব প্রতিবেদক
যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া একই মামলায় সোহেল রানা নামে আওয়ামী লীগের আরেক কর্মীকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর দেবব্রত হরি জানান, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে পালিয়ে যায়। এরআগে ৪ আগস্ট তার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী যশোর শহরের লালদীঘি পাড়ের জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় অ্যাডভোকেট আব্দুল গফুর বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। সেই মামলায় বিপুকে এক নম্বর আসামি করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিপু যশোরে ফিরে ফের আওয়ামী রাজনীতিতে সরব হওয়ার চেষ্টা করেন। পুলিশ আরো বলছে, গতকাল বুধবার বিকেলে আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুকে গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ নেতা বিপুর বিরুদ্ধে জেলা বিএনপি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে।
অপরদিকে একই মামলায় গ্রেফতার হয়েছেন সোহেল রানা নামে আওয়ামী লীগের এক কর্মী। তিনি সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মৃত আবদুল মতলেব বিশ্বাসের ছেলে। গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাকে আটক করা হয়। বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান।
