নিজস্ব প্রতিবেদক
যশোর শিক্ষা বোর্ডের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় বোর্ডের ব্যাডমিন্টন কোর্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বোর্ডের চেয়ারমান প্রফেসর ড. আহসান হাবীব বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রীড়া কর্মকর্তা আফম আশাফুদ্দৌলা টিটোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, যশোর কলেজের ইংরেজির সহকারী অধ্যাপক শামীমা সুলতানা।
বক্তব্য রাখেন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক নাজিম উদ্দীন, শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসান।
এই প্রতিযোগিতায় ২৭টি ইভেন্টে ৭১ বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরমধ্যে কর্মচারীদের ১৬ এবং কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ১১ ইভেন্ট ছিলো।
