আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক
আজ ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৮৫ ছাত্র ও ৭১ হাজার ৯৭৯ জন ছাত্রী রয়েছে।
পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেড়েছে। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কমেছে। গতবছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬২ হাজার ৭২৬ জন। গতবছরের তুলনায় ২১ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী কমেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের ২ হাজার ৫৭০টি বিদ্যালয় থেকে ১ লাখ ৪১ হাজার ৬৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছে ২৯৯ কেন্দ্রে। পরীক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৮৫ ছাত্র ও ৭১ হাজার ৯৭৯ জন ছাত্রী রয়েছে। নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৫৮ ও অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১২ হাজার ২৮৬। এছাড়াও বিজ্ঞান বিভাগে ৪০ হাজার ১৪৪, মানবিক বিভাগে ৮৫ হাজার ২৩৮ ও ব্যবসায়ী শিক্ষা বিভাগে ১৫ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, যশোর শিক্ষাবোর্ডের আওতাভুক্ত খুলনা বিভাগের ১০ টি জেলার মধ্যে খুলনার ৫৯ কেন্দ্রে রয়েছে ২১ হাজার ৯৬৬ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ১০ হাজার ৯২২ জন ও ছাত্রী ১১ হাজার ৪৪ জন। বাগেরহাটের ২৮ কেন্দ্রে অংশ নিচ্ছে ১২ হাজার ৪০৯ পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ৫ হাজার ৬৯৯ জন ও ছাত্রী ৬ হাজার ৭১০ জন। সাতক্ষীরার ২৯টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৪ হাজার ৬১৫ পরীক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৭ হাজার ২৫৯ জন ও ছাত্রী ৭ হাজার ৩৫৬ জন। কুষ্টিয়ার ৩১ টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২০ হাজার ১৭ পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ৯ হাজার ৬৯৭ জন ও ছাত্রী ১০ হাজার ৩২০ জন। চুয়াডাঙ্গার ১৯টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৯ হাজার ৩৮৭ পরীক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৪ হাজার ৫৮৩ জন ও ছাত্রী ৪ হাজার ৮০৪ জন। মেহেরপুরের ১৩ টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৬ হাজার ৯১১ পরীক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৩ হাজার ৩৮২ জন ও ছাত্রী ৩ হাজার ৫২৯জন। যশোরের ৫৩ কেন্দ্রে অংশ নিচ্ছে ২৩ হাজার ৬৬৪ পরীক্ষার্থী। তারমধ্যে ছাত্র ১১ হাজার ৬৪১ জন ও ছাত্রী ১২ হাজার ২৩ জন। নড়াইলের ১৪টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৬ হাজার ৩২৯ পরীক্ষার্থী। তারমধ্যে ছাত্র ২হাজার ৯৮১ জন ও ছাত্রী ৩ হাজার ৩৪৮ জন। ঝিনাইদহের ৩৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৬ হাজার ৮১৩ পরীক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৮ হাজার ৫৭২ জন ও ছাত্রী ৮ হাজার ২৪১ জন। মাগুরায় ১৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৮ হাজার ৯৫৩ পরীক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৪ হাজার ৩৪৯ জন ও ছাত্রী ৪ হাজার ৬০৪ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষাবোর্ডের একাধিক ভিজিলেন্স টিম মাঠে রয়েছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা করে জানানো হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় জটিলতা সহজতর করে দেয়া হয়েছে। তারপর কোন সমস্যার সম্মুখীন হলে কেন্দ্র সচিবরা তাৎক্ষণিকভাবে কন্ট্রোলরুম থেকে পরামর্শ নিতে পারবেন। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা কঠোরভাবে পরীক্ষা বাস্তবায়ন করবেন।
আরও পড়ুন: ডাক্তার সেজে প্রতারণা, পল্লবী ক্লিনিকের মালিককে এক লক্ষ টাকা জরিমানা