নিজস্ব প্রতিবেদক
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
অনুষ্ঠানে অধ্যক্ষ রেজাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক কল্যাণ সরকার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক কবিতা পারভীন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩৫টি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ১২টি ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।