১২ জনের মনোনয়নপত্র জমা
রায়হান সিদ্দিক: যশোর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনকে ঘিরে সাংস্কৃতিক অঙ্গন সরব হয়ে উঠেছে। আগামী ২ জুলাই ভোটের দিন নির্ধারণ করা করেছে। তাই ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য প্রার্থীরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণাও করেছেন। শোনা যাচ্ছে এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে নতুন কিছু মুখের দেখা মিলবে। ইতিমধ্যে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর ১২ জন জমা দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সম্ভাব্য প্রার্থী জানান, জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন সংস্কৃতি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে যশোরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন নেতৃত্বের অভাব রয়েছে। তাই এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে তারুণ্যের ছাপ দেখা যাবে। তিনি আরও বলেন, নির্বাচনের মাঠে হার জিত থাকবেই কিন্তু তরুণরা যে পিছিয়ে নেই তা এবারের নির্বাচনে প্রমাণ হবে।
জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ অক্টোবর সর্বশেষ নির্বাচন হয়। নির্বাচিতরা ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।
কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল উত্তীর্ণ হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্পন্ন করার জন্য ভোটার তালিকা প্রস্তুত করাসহ যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে সম্ভব হয়নি। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে ১২ মে অনুষ্ঠিত এক সভায় ৩০ জুনের মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়।
সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশকে নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মিকাইল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।
গত ২ জুন ঘোষণা করা হয় নির্বাচনী তফসিল। মনোনায়ন সংগ্রহ ও দাখিলের শেষ দিন ৮ জুন। মনোনয়নপত্র বাছাই ১২ জুন, বাতিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৪ জুন, আপিল শুনানি ১৫ জুন, প্রত্যাহার ১৬ জুন ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ জুন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৭ জুন পর্যন্ত ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন সহ-সভাপতি পদে আহমেদ সাঈদ বুলবুল, সাজ্জাদুর রহমান খান বিপ্লব ও সুকুমার দাস। সাধারণ সম্পাদক পদে মাহমুদ হাসান বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অনুপম দাস, চঞ্চল কুমার সরকার, শরিফুল ইসলাম, সদস্য পদে শহিদুল হক বাদল, বাসুদেব বিশ্বাস, আতিকুজ্জামান রনি ও রফিকুল ইসলাম।
এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ৯৭৫ জন। এরমধ্যে সাধারণ সদস্য ৭৮৪, আজীবন সদস্য ১৮৮ ও সম্মাননাপ্রাপ্ত সদস্য ৩ জন।