নিজস্ব প্রতিবেদক
চতুর্থ ধাপে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত। আগের তিন ধাপের মতো এই ধাপেও ভোটার উপস্থিতি কতটা হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
নির্বাচনে সদর উপজেলায় ৮ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে এমপি সমর্থিত আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষ তৌহিদ চাকলাদার ফন্টু, ঘোড়া প্রতীকের ফাতেমা আনোয়ারের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা আভাস মিলছে। যদিও সকলেই জয়ের ব্যাপারে আশাবাদী।
সদর উপজেলা নির্বাচনে মোট ২১৯টি ভোট কেন্দ্রে ১ হাজার ৭৫৬ কক্ষে ভোটগ্রহণ হবে। ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ২১৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ৬ লাখ ৭ হাজার ৭৪২ ভোটার। এরমধ্যে পুরুষ ৩ লাখ ৪ হাজার ৭৩০, মহিলা ৩ লাখ ৩ হাজার ৫২ ও হিজড়া ভোটার ৭ জন। দায়িত্ব পালন করবেন ২১৯ প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৭৫৬ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩ হাজার ৫১২ পোলিং অফিসার।
উপজেলা নির্বাচন বর্জন করছে ক্ষমতাসীনদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি। যে কারণে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে আওয়ামী লীগ এবার দলীয় প্রতীকে প্রার্থী দেয়নি। প্রায় সব উপজেলায় মূলত আওয়ামী লীগের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। অবশ্য কিছু জায়গায় দলীয় নির্দেশ অমান্য করে বিএনপির বর্তমান ও সাবেক নেতারাও প্রার্থী হয়েছেন।