নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান আজিজকে আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সুরু চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে এই কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির দলীয় প্যাডে জেলা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সদস্য ১১ জনকে। তারা হলেন- জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুফতি নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট অকিল উদ্দিন, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জি এম আবু মুছা, সাবেক সাংগঠনিক সমপাদক জাহাঙ্গীর আলম চঞ্চল, সাবেক দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন, জেলা জাতীয় যুব সংহতি সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্বাস আলী মোল্যা, সহ সভাপতি শেখ সেকেন্দার আলী ও পৌর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ইয়াকুব আলী।
