নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও নারী নেত্রী নুরজাহান ইসলাম নীরার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আছরবাদ শহরের খড়কি কবরস্থানে কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল আলম হিরন, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, আরবপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ বাবু, লেবুতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসরাফিল সরদার, হৈবতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইছাহাক চাকলাদার ও লিটু আহমেদ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মরহুমার পুত্র আ.ন.ম আরিফুল ইসলাম হিরা, কন্যা সামিয়া ইসলাম রক্তিসহ তার অন্যান্য স্বজন, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষ। প্রিয় নেত্রীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার জন্য যশোরের বিভিন্ন অঞ্চল থেকে আসেন তার দীর্ঘদিনের ভক্ত ও আওয়ামী লীগের কর্মী সমর্থখরা। এছাড়া গতকাল ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মসজিদ ও মহল্লায় দোয়া মাহফিল, কোরআন খতম ও খাবার বিতরণ করা হয়।
