নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রতারণা মামলায় সদর উপজেলার চেয়ারম্যান মোস্তফা ফরিদ চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া তুষার ইমরানকে আটক করেছে পুলিশ। এই মামলায় তুষার ইমরানের পিতা আফাজ উদ্দিনকেও আসামি করা হয়েছে। গত শুক্রবার রাতে একই বাড়ির অপর ভাড়াটিয়া মণিরামপুর উপজেলার চিনেটোলা গ্রামের মাহবুবুর রহমান এই মামলাটি করেছেন। আসামিরা শার্শা উপজেলার টেংরালী গ্রামের বাসিন্দা।
বাদী মামলায় বলেছেন, তারা একই বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাসের সুবাদে পরিচয় হয়। সে কারণে আসামি বাদী মাহবুবুর রহমানের কাছ তিন লাখ টাকা ধার চান। তিনটি ১০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে সাক্ষর করে ২০২৩ সালে ২৮ আগস্ট তিন লাখ টাকা দেন আসামিরা। কথা থাকে ৫ মাসের মধ্যে ওই টাকা পরিশোধ করবে। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও টাকা পরিশোধে নানা তালবাহানা শুরু করে। সর্বশেষ গত ১ এপ্রিল রাত নয়টার দিকে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে টাকা দিতে পারবে না বলে জানায়। ফলে তিনি বাধ্য হয়ে থানায় এই মামলাটি করেন।
কোতোয়ালি থানার এসআই জয়ন্ত সরকার জানিয়েছেন, মামলা হওয়ার পর গত শুক্রবার রাত ১০টা দিকে খালধার রোড থেকে তুষার ইমরানকে আটক করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।