নিজস্ব প্রতিবেদক
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল খান নিখিলের নির্দেশে যশোর সদর উপজেলা ও পৌর যুবলীগের সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, ‘সামনে নির্বাচন, নির্বাচনে যুবলীগ নৌকা বিজয়ী করতে ভ্যানগার্ড হিসাবে কাজ করবে।
তাই যুবলীগের চেয়ারম্যানের নির্দেশে জেলায় জেলায় সদস্য সংগ্রহ শুরু হয়েছে। এই সদস্য সংগ্রহ অভিযানে যাতে নিজেদের দল ভারি করার জন্য আগাছা-পরগাছা দলে ঢুকতে না পারে, এ ব্যাপারেও সকলেই সজাগ থাকতে হবে। আমরা এই সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে সংগঠনকে পরগাছা মুক্ত করতে চাই। ক্ষমতাসীন দলে অনেক সময় অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। এবার আমাদের সদস্য নবায়ন করতে গিয়ে ও নতুন সদস্য দিতে গিয়ে অনেক অনুপ্রবেশকারীকে ঠেকানোর একটা লক্ষ্য আছে। আমরা সেটা বাস্তবায়ন করবো। সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোসের সভাপতিত্বে ও পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সদস্য শফিকুল ইসলাম টফি, নেসার আহমেদ, রবিউল ইসলাম বাবলু, শেখ জাহিদুর রহমান লাবু ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ। সপ্তাহব্যাপী এই সদস্য সংগ্রহকালে ১৫০ জন নতুন সদস্য ফরম সংগ্রহ করেছেন। নতুন করে নবায়ন করেছে ৫০ জন। যুবলীগের সদস্য সংগ্রহকালে যুবলীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক বিপ্লব রায়, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোলাইমান খান রাফেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার, বর্তমান সহ-সভাপতি কায়েস আহমেদ রিমু প্রমুখ।
