নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের অভিষেক ও দোয়া অনুষ্ঠানে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বড় অস্ত্র ছিল ঐক্য। সকল ধর্ম, বর্ণ ও জাতির মানুষের মধ্যে একতা ছিল। একতাই ছিলো বিজয়ের মূল ভিত। মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে ছিলো দেশবাসীর মুক্তি। বিভাজনের রাজনীতির জন্য ৫৪ বছরেও দেশবাসীর মুক্তি মেলেনি। সাম্য, স্বাধীনতা, মর্যাদা অর্জিত হলে দেশবাসীর মুক্তি মিলবে। শনিবার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল লতিফ।
বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর বিক্রম নুরুল হক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক মতিয়ার রহমান।
এ সময় সাত সদস্য বিশিষ্ট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম যুগ্ম-আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সদস্য সচিব হয়েছেন। আহ্বায়ক কমিটিতে সদস্য হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এস এম শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা ইছাহক ও বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন।