নিজস্ব প্রতিবেদক: যশোর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। করোনা পরিস্থতিতে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির সার্বিক অবস্থা জানতে মঙ্গলবার তিনি সেখানে পরিদর্শনে যান।
এ সময় তার সঙ্গে ছিলেন হাসাপাতেলের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা পরিষদ সদস্য হাজেরা পারভীন, আবাসিক মেডিকেল অফিসার আরিফ হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু প্রমুখ।
কাজী নাবিল আহমেদ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের খবরা-খবর নেন। উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। করোনা টিকা ও করোনা রোগীদেরও খোঁজ-খবর নেন।