নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আলোচন সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। অনুষ্ঠানে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ন আমিন, যশোর কালেক্টারেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, নবকিশলয় স্কুলের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও সিনিয়র শিক্ষক শিরিন আক্তার।