নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৯৭ দশমিক ৬৬ ভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কলেজটি থেকে গেল বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৫৯৮ জন ছাত্রী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫১ জন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস জানান, গত বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া আমাদের কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ১২৪ জন, মানবিক বিভাগ থেকে ১২২ জন ও ব্যবসায় বিভাগ থেকে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। কয়েকজন ছাত্রী পরীক্ষায় অংশ না নেওয়ার কারণে আমাদের কলেজ শতভাগ পাশের ফলাফল করতে পারেনি।