নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মহিলা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে আলোচনা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সেলিনা খাতুন। প্রধান আলোচক ছিলেন মুফতি জসীম উদ্দীন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক টিপু সুলতানের পরিচালনায় আলোচনা করেন, উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীন, ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান ফারুক, শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক ইতিহাস বিভাগের হুমায়ূন কবির।
আলোচকরা রাসুলের জীবন ও কর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, নবী করিম (সা.) আমাদের সঠিক পথে চলার দিকনির্দেশনা দিয়ে গেছেন। মহানবী (সা.) এর শিক্ষা অনুসরণ করে আমরা যেন নিজেদের জীবনকে আলোকিত করতে পারি সেই চেষ্টা করে যেতে হবে। বাস্তব জীবনে রাসুলের অনুশাসন পালনের মাধ্যমে ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত রয়েছে। তাই সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
