নিজস্ব প্রতিবেদক
যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে যশোর পৌরসভার কমিউনিটি সেন্টারে এই সভায় সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি মনোতোষ বসু।
সভায় সাধারণ সম্পাদকরে প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন এবং আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ শফিক সাঈদ।
পরে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনায় অংশ নেন জেইউজে’র সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, বিএফইউজের সদস্য গোপী নাথ দাস, অসীম বোস, মনিরুল ইসলাম, শিকদার খালিদ, ইন্দ্রজিৎ রায়, আব্দুল কাদের, মনিরুজ্জামান মনির, উজ্জ্বল বিশ্বাস, নুর ইমাম বাবুল প্রমুখ।
১ ফেব্রুয়ারি জেইউজের নির্বাচন। এর আগে সাধারণ সভা করে সংগঠনটি। সভাশেষে প্রীতিভোজে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, দৈনিক বাংলার ভোরের সম্পাদক এস শামসুদ্দিন জ্যোতি, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন প্রমুখ।