নিজস্ব প্রতিবেদক: যশোরে চৌধুরী শিহাবুজ্জামান (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। রোববার রাতে তাকে সার্কিট হাউস পাড়ার প্রাচ্য সংঘের সামনে একদল সন্ত্রাসী ছিনতাইয়ের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। তিনি শহরের ষষ্ঠীতলা পিটিআই স্কুল এলাকার কামারুজ্জামানের ছেলে।
আহতের পিতা কামারুজ্জামান জানান, রোববার রাত ১০টার দিকে শিহাবুজ্জামানকে পাচ্য সংঘের সামনে একদল সন্ত্রাসী ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় বুকে পিঠে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুজ্জামান জানান, রাতে শিহাবুজ্জামান নামে একজনকে ছুরিকাঘাত অবস্থায় নিয়ে আসা হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে হাসপাতালের পেয়িং ওয়ার্ডে ভর্তি আছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, রোববার রাতে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পায়নি। পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।