নিজস্ব প্রতিবেদক
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাবানা খাতুন (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শহরের সরকারি সিটি কলেজ গেটের সামনে যশোর-নড়াইল মহাসড়কে। তিনি শহরের পূর্ব বারান্দি পাড়া বউবাজার এলাকার হাসমত আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ট্রাক ড্রাইভার ও হেলপারকে আসামি করা হয়েছে।
নিহতের দেবর মাহফুজুর রহমান জানান, তারা বাড়ি থেকে মোটরসাইকেল (যশোর হ ১৭ ১৭০৫) যোগে মনিহারের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সিটি কলেজের গেটের সামনে আসলে জ্বালানি কাঠ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১১ ৮৬২৯) পিছন থেকে ধাক্কা দেয়। এতে আরোহী শাবানা ট্রাকের পিছনের চাকার সামনে পড়ে যায়। এসময় ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত লোকজন ট্রাকটি আটক করে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করে। ট্রাক ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। পুলিশের একাধিক টিম তাদেরকে আটকের চেষ্টা করছে।