নিজস্ব প্রতিবেদক: যশোর সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সভা হয়েছে শুক্রবার বিকেলে। শহরের ডালমিল এলাকায় নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার পর করোনাকালে ক্ষতিগ্রস্ত সদস্যকে আর্থিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রত্যেক সদস্যকে ১ লাখ করে ৭৬ সদস্যকে মোট ৭৬ লাখ টাকার বিতরণ করেন প্রধান অতিথি যশোর সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির আহ্বায়ক ও যশোর পৌরসভার কাউন্সিরর আলমগীর কবির সুমন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জুল হোসেন জুলু, মোহাম্মদ হোসেন আলী, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চান্দু, হাফিজুর রহমান, মাহাবুবুর রহমান, সাজেদুর রহমান সুমন, আলমগীর কবির সুমন, কার্যকরি সদস্য আব্দুল ওহাব, মনোরঞ্জন বর্মণ, আব্দুর রহমান মৃধা, আনোয়ার হোসেন, ইউনুছ আলী, বদরুল আলম, আব্দুস ছাত্তার বাবু, ইব্রাহিম কালু, শাহেদ আলী।
এর আগে, সংগঠনের আহ্বায়ক আলমগীর কবির সুমনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানের পরিচালনায় সাধারণ সভায় উন্মুক্ত আলোচনা হয়। সভায় সাধারণ সদস্যরা সংগঠনকে আরো গতিশীল করতে বর্তমান কমিটিতে আরো ৫ বছর রাখার প্রস্তাবনা দেন। সবার সম্মতিক্রমে বর্তমান কমিটি আরো ৫ বছর রাখার সিন্ধান্ত চূড়ান্ত হয়েছে। এছাড়া করোনাকাল ও লকডাউনে বাস চলাচল বন্ধ থাকার পরেও সমিতির সদস্যদের পাশে আর্থিক সহায়তা প্রদান করার জন্য বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান সাধারণ সদস্যরা।