নিজস্ব প্রতিবেদক
যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথ চালু রাখার দাবিতে গতকাল যশোর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিদ্যালয়ের অভিভাবকরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয় জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৫৩ সাল থেকে বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। কিন্তু যুগের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় এবং চলাচলের সুন্দর রাস্তা না থাকায় যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। ফলে ১৯৭৪ সালে জেলা প্রশাসকের নিকট বিষয়টি উপস্থাপন করে আবেদন জানালে সেসময় পুরাতন কসবা মৌজার ১৪৪৪ নং দাগের সরকারি জমির কিছু অংশ যাতায়াতের জন্য রাস্তা হিসেবে ব্যবহারের অনুমতি প্রদান করেন।
বর্তমানে প্রতিদিন প্রায় দুই হাজার শিক্ষার্থী ও অভিভাবকের পদচারণ হচ্ছে এই রাস্তা দিয়ে।
স্মারকলিপিতে আরো বলা হয়, বিদ্যালয়ের যে রাস্তাটি ব্যবহার করা হচ্ছে তা অতি প্রয়োজনীয়। শিশুদের বিদ্যালয়ে আনা-নেওয়ায় সুবিধা হয়। অভিভাবকরা এই রাস্তা ব্যবহারে স্বাছন্দ্যবোধ করেন। কিন্তু অনেক পূর্বে যে রাস্তাটি ব্যবহার করা হয়েছিল সে রাস্তাটি ছিল খুবই বিপদজনক, ঝুঁকিপূর্ণ ও পাশে সরকারি মহিলা কলেজ থাকায় ঐ সময়ে আমাদের এবং ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বর্তমানের রাস্তাটি দেওয়া হয় এবং বর্তমানে এই রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তা নেই। রাস্তাটি বন্ধ না করার জন্য ডিসির কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী।