নিজস্ব প্রতিবেদক : যশোর স্টেডিয়ামের সভামঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি জনসভাস্থলে এসে হাজির হন। এর আগেই লোকে লোকারণ্যে পরিণত হয় যশোর স্টেডিয়াম। সকাল থেকেই যশোরসহ আশপাশের জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা ভিড় করেন সমাববেশস্থলের প্রবেশদ্বারগুলোতে। এরপর বেলা ১১টার দিকে নিবিড় দেহ তল্লাশি করে একে একে নেতাকর্মীদের প্রবেশ করানো হয়। কয়েকঘণ্টার মধ্যে পরিপূর্ণ হয়ে যায় স্টেডিয়ামের মাঠ। এরপর স্টেডিয়ামের উত্তর দিকে রাজ্জাক কলেজ গেট দিয়ে নেতাকর্মীদের রাজ্জাক কলেজ মাঠে প্রবেশ করানো হয়। সেখানেও একে একে মিছিল নিয়ে নেতাকর্মীদের বহর ঢুকলে সে স্থানও পরিপূর্ণ হয়ে যায়। এখন স্টেডিয়াম এবং রাজ্জাক কলেজ মাঠ একেবারে পরিপূর্ণ। যদিও নেতাকর্মীদের উপস্থিতির ধারনা করেই আগেই স্টেডিয়াম এবং রাজ্জাক কলেজ মাঠ একত্রিত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর এটিই প্রথম জনসভা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা যশোর জেলা এখন নিরাপত্তার চাদরে ঢাকা। নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের স্মরণকালে এটিই সবচেয়ে বৃহত্তম জনসমাবেশ হতে চলছে। বৃহত্তর যশোর জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকেও কয়েক লাখ নেতাকর্মী এ সমাবেশে যোগদান করেন।
আরও পড়ুন: আমাদের অর্থনীতি গতিশীল ও নিরাপদ আছে : যশোর বিএএফ একাডেমিতে প্রধানমন্ত্রী