নিজস্ব প্রতিবেদক
যশোর হকি ফাইভসে চ্যাম্পিয়ন হয়েছে যশোর থাণ্ডার্স। রানার্সআপ হয়েছে যশোর লাইটনিংস। সোমবার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে দুই দলের জয়-পরাজয়ের ব্যবধান ছিল ৮-৬ গোল।
চ্যাম্পিয়ন থাণ্ডার্সের পক্ষে কাব্য ও সাদ করেছেন তিনটি করে গোল। এছাড়া দলের অধিনায়ক রাজিবুল করেন দু’টি গোল। বিজিত লাইটনিংসের পক্ষে আতিক তিনটি, একটি করে গোল করেন আসিফ, আবির ও প্রভাত।
এ প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছেন যশোর লাইটনিংসের আতিক। ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন যশোর থান্ডার্সের কাব্য। সেরা গোলরক্ষক হয়েছেন যশোর রাইডার্সের যুবরাজ।
এছাড়া উদীয়মান খেলোয়াড় হিসেবে চিহ্নিত করা হয়েছে পাঁচ জনকে। তারা হলেন প্রভাত, কাব্য, সুফিয়ান, যুবরাজ ও সজলকে। তাদেরকে স্মারক উপহার প্রদান করে যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে সাবেক হকি খেলোয়াড়দেরকে স্মারক উপহার প্রদান করা হয়।
ফাইনালের আগে অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে ৬-৫ গোলে জয় পায় যশোর লাইটনিংস। তারা হারায় যশোর ফ্যালকনকে। এ জয়ের ফলে তারা পৌঁছে যায় ফাইনালে। জয়ী দলের পক্ষে আতিক ও প্রভাত করেছেন তিনটি করে গোল। পরাজিতদের পক্ষে রাব্বি তিনটি ও রিয়াদ করেছেন দু’টি গোল।
অপর ম্যাচে যশোর থান্ডার্স ১০-৬ গোলে হারায় যশোর ডাইনামাইটসেক। জয়ী দলের সাদ করেছেন ছয়টি ও কাব্য করেছেন চারটি গোল। বিজিতদের পক্ষে সজল তিনটি এছাড়া একটি করে গোল করেছেন মুনিম, নিয়ামত ও নাফিজ।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এজেডএম সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশিকউজ্জামান। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন চ্যাম্পিয়ন দলের দলনেতা রাজিব ও রানারআপ দলের দলনেতা আসিফ, বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২৩ হকি দলের খেলোয়াড় সোনিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নুরুল আরিফিন।
